ফেসবুক ব্লাকআউট, ইনস্টাগ্রামে ত্রুটি

২৮ নভেম্বর, ২০১৯ ২১:৫৫  
কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ অচল হয়ে পড়েছে। ফেসবুকের পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৬ মিনিট থেকে ফেসবুকে লগ-ইন করতে না পারা, এরর বার্তা দেখানো সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে টুইটারে #facebookdown হ্যাসট্যাগটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এ সময়ে ফেসবুকে সমস্যার বিষয়টি ডাউন ডিটেক্টরকে জানিয়েছে প্রায় ৯ হাজারের বেশি ব্যবহাকারী। তবে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ঢুকতে পারেননি। ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা থেকে ফেসবুকে লগ-ইন করতে না পারা, এরর বার্তা দেখানো সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ইনস্টাগ্রামের ৭৪ শতাংশ ব্যবহারকারী বলেছেন, তারা নিউজ ফিডে কিছুই দেখতে পাচ্ছেন না। অন্যদিকে ফেসবুক ব্যবহারে যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের ৬৫ শতাংশ বলেছেন লগইন করতে পারছেন না। ২২ শতাংশ বলেছেন ছবি দেখা যাচ্ছে না এবং ১১ শতাংশ বলেছেন তারা পুরোপুরি ব্ল্যাক আউট।